মালদা

হাসপাতালের অব্যবস্থার ছবি মাঝরাতে সোশাল মিডিয়ায় দেওয়ার জেরেই বদলির চিঠি নার্সিং ইনচার্জের হাতে। এই বদলিকে শাস্তির বদলি বলে মনে করছেন ওই নার্সিং ইনচার্জ অর্পিতা দত্ত।

হাসপাতালের অব্যবস্থার ছবি মাঝরাতে সোশাল মিডিয়ায় দেওয়ার জেরে হাতে বদলির চিঠি নার্সিং  ইনচার্জের। এই বদলিকে শাস্তির বদলি বলে মনে করছেন ওই নার্সিং  ইনচার্জ। উল্লেখ্য গত ৩০ তারিখ মাঝরাতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ জেলা হাসপাতালের সি সি ইউ নিয়ে একাধিক অব্যবস্থার ছবি সোশাল  মিডিয়ায় তুলে ধরে ছিলেন নার্সিং ইনচার্জ অর্পিতা দত্ত। সেখানে তিনি দাবি করে বলেন, "সিসিইউ-এর ওয়াশিং মেশিন বিকল হয়ে পড়ে রয়েছে। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের  কোনও ভ্রুক্ষেপ নেই। ওয়াশিং মেশিন বিকল হয়ে পড়ে থাকার জন্য যে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে নার্সিং স্টাফ ও রোগীদের তা নিয়ে কেউ খোঁজ নিতে আসেননি। সোশাল মিডিয়ায় হাসপাতালের খবর এমন ভাবে ছড়ানোর পর চাপা উত্তেজনা ছড়ায় জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকদের মধ্যে।এরপর থেকেই হাসপাতালের সুপার সহ জেলা স্বাস্থ্য দফতরের একাধিক আধিকারিক হুমকির সুরে এই পোস্টের ব্যাপারে  জানতে চেয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন অর্পিতা দেবী।এরপরেই সোশাল মিডিয়ায় কেন এমন পোষ্ট করলেন ওই নার্স তার কারণ দর্শানোর জন্য অর্পিতা দেবীকে হাসপাতালে ডেকে পাঠান উচ্চ স্বাস্থ্য আধিকারিকরা, চলে জিজ্ঞাসাবাদ। আর এই ঘটনার কিছু দিন যেতে না যেতেই অর্পিতা দেবীর হাতে দেওয়া হল বদলির চিঠি। মঙ্গলবার  অর্পিতা দেবী বলেন,  সকালে খাম বন্দী  বদলি ও রিলিজ অর্ডার পেয়েছি। এই বদলি সিডিউল ট্রান্সফার বলে মনে হচ্ছে না তাঁর।  কারণ হাসপাতালে আরও বেশ কয়েকজন নার্সিং কর্মী রয়েছেন যারা কলকাতা থেকে এসেছেন এখানে। আর তারা বেস কয়েকবার বদলির আরজিও দিয়েছেন কিন্তু তাদের বদলি করা হয়নি।  শুধুমাত্র আমাকেই বদলি করা হয়েছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। কিছু ক্ষমতাশীল মানুষের বিরুদ্ধে সত্যি কথা বলেছিলাম,  সেই কারণেই হয়ত এই বদলি।  অন্যায়ের প্রতিবাদ করাতেই এই শাস্তি পেতে হল আমাকে বলে জানান অর্পিতা দেবী।এই বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, নার্সিং স্টাফকে বদলি করা হয়েছে। বদলি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। কী কারণে তাঁকে বদলি করা হল সেই বিষয়ে কিছু বলতে চাননি প্রকাশ বাবু।